ভক্ত যেখানে থাকে ,ভগবান সেখানে যান ,
ভগবান আপনি আসেন ভক্তের রাখিতে মান !
ভক্তের ভগবান ,ভক্তিতে পড়ে যে বাঁধা ,
ভগবানের বীণার তার  ,ভক্তের হৃদয়ে সাধা  !
ভক্তি ভ'রে ডাকলে তাঁরে ,তিনি বাঁধা ভক্তি ডোরে ,
অন্তরে থাকিলে ভক্তি ,তিনি বাঁধা প্রেমেরে  তারে !
অন্তর্যামী ভগবান অন্তরে জানেন তিনি ,
ভক্তের বিপদে তাই রক্ষা করেন তিনি  !
বিপদে পড়িলে ভক্ত , করিতে উদ্ধার ,
ভগবান আপনি আসেন করিতে  অবতার !
অধর্ম বিনাশ হেতু আসেন  ,অবতার রূপেতে ,
সৃষ্টি -স্থিতি রক্ষা লাগি ,ধর্মেরে  স্থাপিতে  !
ভক্ত প্রহ্লাদ হরিনাম করার কালে ,
হিরণ্য কশিপু তারে তুফানে  তুলে ফেলে !
তখনি বৈকূণ্ঠে নারায়নের আসন টলিল ,
নৃসিংহ মুরারি হরি ,জানুপরে কশিপু বধিল !
যখনই মেদিনী  অধর্ম ,অন্যায় ,অবিচারে ভ'রে ,
ধর্ম রক্ষা হেতু ,দশঅবতার রূপে ,আসেন ধরাপরে !
যুগে যুগে অবতীর্ন অবতার রূপে ,
ভগবান আপনি আসেন আপন স্বরূপে !


           ************
রাত্রি -১০:৩১   মিঃ ,কলকাতা ,
২০ /০৯ /২০১৭ ,বুধবার !