ভোর আকাশ রঙিন হল ,
          ভোর হল এবার -
খোকা,খুকু ,চোখ খোল ,
              ঘুমিওনা আর ¡
রাত পোহালো ফর্সা হল ,
             উঠলো দিবাকর -
লোহিত বরণ ,অরুণ কিরণ ,
              দেখতে কি সুন্দর ¡
ওঠ ওঠ সব শিশু ,নিজ বেশ পর শুধু,
           পাঠশালা যাও এবার ,মিনি,মিমি,মধু,বিধু ¡
বই নিয়ে ,ছেলে মেয়ে ,
              পাঠশালায় যায় ,
যেতে যেতে ,কোঁচড় হতে ,
                খাবার খেয়ে যায় ¡
পাঠের সময় ,সকাল বেলা ,
                  পড়ায় দিয়ে মন ,
পাঠের শেষে ,বিকেলবেলা ,
                    খেলবে যাদুধন ¡


              ********