চারিদিকে হৈ হৈ ভোট উৎসব ,
চল চল আজ মোরা ভোট দিই সব ¡
মা ,মাসি ,জায়া ,ভগিনী ,সবে এসো চলে ,
ভোট দিতে হবে চল ভোট কেন্দ্রস্থলে ¡


ভোট দিলে হবে পরে ,নেতাদের ভাগ্য নির্ধারন ,
তবেই লুটে,পুটে ,মসনদে বসবে নেতা জনার্দ্দন ¡
জনগন জনার্দ্দন পূজে এতোদিনে ,
ভাগ্যফল প্রকাশ ফলিবে বুঝি এক্ষনে ¡


এসো মোরা নাচি গাই,করি মনখুলে  ফূর্তি ,
এদিকে জন জনার্দ্দন ,মৃত্যুর সাথে করে মস্তি ¡
বোমা বাজি ,পিস্তলের বুলেট ,লাঠি পেটা খেলে ,
হসপিটাল ,রাস্তা ঘাটে ,ভোটকেন্দ্রে ,মৃত্যুর মুখে ঢলে ¡


স্বামী-স্ত্রীকে পুড়িয়ে মারে ,ঘর করে লুট পাট ,
রমনীর বস্ত্র হরণ ,স্বামীকে হরণ ,পাঠায় শশ্মান ঘাট ¡
এই হলো ভোট উৎসব ,আনন্দ কর সবে ,
ভবের মেয়াদ ফুরোল যাদের ,তারাই নেই ভবে ¡


                     ***********
দূপুর-  ২:৩০মিনিট
১৫ /০৫ /২০১৮ মঙ্গলবার ,
         কলকাতা  ¡