মরে গেছি না বেঁচে আছি , বুঝতে পারিনা কিছু ,
দেখছি এখন পেত্নিরা সব ঘোরে ভোটের পিছু পিছু  !


ভোট আসছে ,ভোট আসছে ,শ্মাকচুন্নি ঘোরে ,
বেগড়-বাঁই কর যদি দেবে গলা টিপে মেরে !


রক্ত ,মাংস , যতটুকু দরকার নাও ,
ভোট দাও ,ভোট দাও ,দাও ভোট দাও !


ভূত ,প্রেত ,সবে মিলে করে দেখ নৃত্য ,
ওরে বাবা ! পরে খাব রক্ত চুষে ,এখন ধর ধৈর্য্য  ।
ভূত বলে -ভূতুনি এতো আর ভাবিসনি ,
ভোটে জিতে করে দেব ,নেকলেস -চিরুনী !


ভূত ভোটের আগে আর কিছুই ভাবছিনি ,
ভূত ,প্রেত ,পেত্নি সাথে বসে খাই বিরিয়ানি !


নিজের গায়ে চিমটি কেটে দেখি ,সত্যি কি বেঁচে আছি ?
গালে চড় মেরে দেখি বসেছে কি মাছি  ?


অনুভব ,অনুভূতি ,সব গেছে  উবে ,
ভূত ভোট আসছে শুধু আছে অনুভবে  !


             *********
সন্ধ্যা - ৬ঃ৪০ মিনিট ,
২৪/০৯/২০১৮ সোমবার ,
৬ ই আশ্বিন ১৪২৫ ,
অলটেন - সুইজারল্যান্ড  !