সৃষ্টির প্রারম্ভেই তুমি নারী ,
নারী না থাকলে পৃথিবী হোত সৃষ্টিহীনকারী ।
ফুল ফুটতো না ,ফল ধরতো না ।
জীবের জন্ম ,প্রানীর সৃষ্টি হোতনা ।


নারীর গর্ভেই জন্ম পুরুষের ,
পুরুষেরাই সব কিছুই অগ্রে অধিকারী ।
অত্যাচারীতা ,লাঞ্ছিতা ,আজও বেশীরভাগ নারী ।
নারী তুমি তোমার আপন অধিকার প্রতিষ্ঠা কর ,
আপন অধিকারে তা' ছিনিয়ে নাও ।


লিঙ্গ অনুযায়ী কর্মের ভেদাভেদ দূর কর ,
স্ত্রী-পুরুষ সমান অধিকারী তাই আদায় কর ।
গার্গী ,মৈত্রেয়ী ,লক্ষীবাই ,এরাওতো নারী ছিলো ।
তাই  নারী পুরুষ সমান সমান  শ্লোগান হোক আজকের দিনে ।


পুরুষের সেবিকা নয় নারী ,জননী ,জায়া ,ভগিনী ,কন্যা ,
আবার বিশ্ব প্রতিপালিনী ।
তাই আজ বিশ্ব নারীদিবস স্বার্থক হোক ,
নারীরা নিজের অধিকারে সোচ্চার হয়ে উঠুক ।
জাতি ,কর্ম ,ধর্ম ,ভাষা ,লিঙ্গ ,অনুযায়ী সম প্রতিষ্ঠা লাভ করুক ।


নারী তোমার দাবী অগ্রভাগে প্রতিষ্ঠিত কর ,
আজ বিশ্বনারী দিবসে জাতি ,ধর্ম ,ভাষা ,
কর্ম , লিঙ্গ ,শিক্ষায় নারীদের সম অধিকার স্থায়ী হোক ।


  ****************************
বেলা - ১১ :৩০ মিনিট।
০৮ /০৩ /২১ সোমবার।
রবীন্দ্রনগর =মেদিনীপুর।