মনটা যদি না থাকতো তবে কিছুই মনে থাকতো না ,
অতীত যদি না থাকতো তবে স্মৃতিগুলো ভাসতো না ।
ভালোবাসাকে ছুঁতে পারলে বন্দী করে রাখতাম ধরে ,
যদি সময়টাকে ধরা যেতো রাখতাম তারে বেঁধে ঘরে ।
যদি অনুভূতিটাকে মাপা যেতো রাখতাম  সিন্ধুকে ভরে ,
আনন্দ কোলাহলকে সঙ্গেনিয়ে বেড়াতাম দিবানিশি ধরে ।
আবেগগুলি থাকলে বসে রাখতাম তারে শিকেয় তুলে ,
খেয়ালি সম্পর্ক হলে বাঁধতাম তারে  মনের দেউলে ।
স্বপ্ন যদি সত্যি হতো এতো স্বপ্ন কেউ আর না দেখতো ,
মনের কথা বুঝা গেলে আগের থেকে সাবধান হতো ।
মৃত্যু যদি বলে আসতো সবে কাজ কর্ম গুছিয়ে রাখতো ,
দুঃখ যদি না থাকতো সুখের খবর  কেউ না ভাবতো  ।
ভালোলাগা না থাকলে কেউতো ভালোবাসতো না ,
দুঃখ যদি না থাকতো তবে সুখের খোঁজ কেউ করতো না ।


    ***********************
সন্ধ্যা - ৬ :৪৩ মিনিট ।
১০ / ০৭ / ২১ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।