অন্তরে থাকি মোর অন্তর যামী ,
শতকোটি প্রণাম তোমায় নিয়ত প্রণমি ।
হৃদয় মন্দিরে মম তোমায়  স্থাপিয়া ,
করিব তোমার পূজা ' ভক্তি ' ফুল দিয়া ।
মা যশোদার ধন তুমি নন্দের নন্দন ,
মথুরায় কংস ধ্বংস ,লঙ্কায় রাবণ ।
বসুদেব পিতা তব ,মাতা দৈবকীর কোলে ,
কংস ধ্বংস হেতু কারাগারে জন্ম নিলে ।
শত্রু রূপে রাবণ কে দেখা তুমি দিলে ,
সীতা উদ্ধার হেতু রাবণ বধিলে ।
নদীয়াতে জন্ম নিলে শচীর গর্ভেতে ,
' রাধা ' নাম নিয়ে এলে জগৎ মাতাতে ।
যুগে যুগে আস তুমি মানব দেহ ধরি ,
অধর্ম বিনাশ হেতু ধর্ম স্থাপন করি ।
হে প্রিয় পরম  হৃদয়ের প্রিয়তম ,
প্রেমময় হরি তুমি জগৎ প্রণম্য ।
ত্রিভূবনে কত লীলা কর অবহেলে ,
কাহারে ত্বরাও আবার কারে ফেল জলে ।
লীলাময় হরি তোমার লীলা বুঝা দায় ,
ধর্ম স্থাপন হেতু ,খেল অবলীলায় ।


👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣


২১/০৯/ ২০১১
বসন্তপুর -ডেবরা