আমি যদি হোতাম রে ভাই যাযাবর বেদুইন ,
মরুভমির জাহাজ সাথে থাকতো নিশিদিন ।
যাযাবর হতাম আমি ,ঘুরতাম দেশ বিদেশ ,
মনের আশ মিটতো আমার ঘুরে ঘুরে দেশ ।
যাযাবর বেদুঈন হয়ে মরুভূমির দেশে ,
মরুভূমির মরিচিকা দেখতাম বসে বসে ।
বাজীগর হয়ে কত বাজী দেখাতাম ,
উটের পিঠে চড়ে কত দেশ ঘুরতাম ।
বানর ,ভাল্লুকের নাচ,  কত খেলা খেলাতাম,  মনে মনে সবাইকে কত আনন্দ দিতাম ।
কপি ভাল্লুক কোলাকুলি ,ভাল্লুকের জ্বর ,
ভাল্লুকের জ্বর এলে পরে গায়ে দেয় চাদর ।
স্টেথোস্কোপ দিয়ে গলে বানর দেখে জ্বর,  ভাল্লুকের জ্বর সারাতে ঔষুধ দেয়  বানর ।
আরো কতরকম খেলা ,বলবো কত আর ,
ভাল্লুক গেলে শ্বশুর বাড়ী ,বসে কাঁদে বানর ।
সন্ধ্যাবেলায় সবে মোরা ডেরায় ফিরে এসে ,
খাওয়ার শেষে , গল্প গুজব করতাম সবে বসে ।


        ***************


বেলা - ১১:২০ মিনিট ,
০৩ /০২/২০১৭ শুক্রবার ।
ডেবরা ।