ওই শোনা যায় ওই যুদ্ধের দামামা ,
গোলা গুলি বোমা বর্ষণ মৃত্যুর হাঙ্গামা ।
ঘোর গম্ভীর নাদ তার প্রলয় হুঙ্কার ,
ছেয়ে গেছে চারিদিকে ধোঁয়ায় আঁধার ।
গুলি বর্ষণ যুদ্ধবিমান আর রকেট বোমা ,
শহরে নগরে বাজে কেবল যুদ্ধের দামামা ।
ধ্বংস আর ধ্বংস লীলা শুধু চলে অনুক্ষণ ,
নিহত কত ফৌজি ,শিশু আর সাধারণ জন ।
তবুও চলছে সদাই গোলা বারুদ গুলি বর্ষণ,
রুশ মরিয়া যুদ্ধে অটল দখল করবে ইউক্রেন ।
জল নেই খাদ্য নেই শুধু গোলা গুলির আওয়াজ ,
চারিদিকে ধোঁয়া বারুদের গন্ধ আর যুদ্ধের ঝাঁঝ ।
একের পর এক ইউক্রেনের দেশ দখল করছে রাশিয়া ,
দেশকে রক্ষার জন্য ইউক্রেন যুদ্ধ করে চলে মরিয়া  ।
নগর  শহর বন্দর ধ্বংস জ্বলছে দালান অফিস বাড়ী ,
প্রাণে বাঁচার আশায় সন্তান নিয়ে দেশ ছেড়ে যায় নারী ।
চারিদিকে ধ্বংসের স্তুপ,কান্নার সরগোল আর হাহাকার ,
শহর নগর প্রান্তরে আগুন জ্বলে নেই পানীয় জল খাদ্যাহার ।
ওই শোনা যায় ঘোর ঘন সিংহনাদ হুঙ্কার রাশিয়ার ,
ধেয়ে আসে অকাল ভেরী যুদ্ধের মিশাইল আবার ।
বাজিল অকাল ভেরী শোন ওই বাজিল আবার ,
ভরিয়া উঠিল দিগ্বিদিক শুধু  প্রাণী হাহাকার !
    


*************************


  সকাল - ১০:০০টা !
০৬ /০৩ /২২ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !