যুদ্ধের মলিনতা  কখনোই মুছবেন না তা ,
ধ্বংস,মৃত্যু ,দুর্ভিক্ষ,মহামারী,নিঃশেষ বাড়বে হেথা ।
যুদ্ধের এক নাম ধ্বংস ,ধ্বংসের আর এক নাম
মৃত্যু,
ইতিহাসে যুগে যুগে সাক্ষী হয়ে থাকবে এই কথ্য !
নগর শহর বন্দর পুড়ছে ইউক্রেন জ্বলছে ধ্বংস হচ্ছে ,
কত শত ফৌজ আবাল বৃদ্ধ বনিতা জনসাধারন মরছে ।
দেশজুড়ে দুর্গন্ধ আর ধোঁয়া,বারুদের গন্ধয় ভরপুর ,
দেশ যেন মরুভূমি আর হেথা হোথা শবদেহের স্তুপচূড় ।
জল নেই খাদ্য নেই ঔষধ নেই নেই যানবাহন রাস্তা ঘাট ,
শহর জুড়ে শুধু চারিদিকে মরুভূমি আর ধূ ধূ ধূসর মাঠ ।
যারা বেঁচে আছে বাঁচার তাগিদে শহর ছেড়ে পলায়ন ,
জীবনে বাঁচার জন্য ইউক্রেন থেকে অন্য দেশে গমন ।
পেটে দুরন্ত ক্ষিদে নিয়ে মাইলের পর মাইল হাঁটছে ,
দেহ ক্ষীন অবসন্ন তবুও নিশানায় পৌঁছাবার জন্য চলেছে ।
ঠিকানায় পৌঁছতে হবে দেশের সীমানায় বর্ডারে ,
তাই পাবে যোগাযোগ সেথায়  ফিরবে কেমনে ঘরে ।


     *************************
বিকাল - ৩ : ৪৫ মিনিট !
০৭ /০৩ /২২ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !