আধা অঙ্গ রাম আর আধা অঙ্গ শ্যাম ,
দুই অঙ্গ মিলে মিশে রামকৃষ্ণ নাম।
সর্ব ধর্মের মূল লক্ষ্য প্রমাণ করিলেন ,
আল্লা, মুশা,গড,ঈশ্বর ,বৌদ্ধ ,জৈন ,
এক প্রমাণ করে ছিলেন ।


শিব জ্ঞানে জীবের সেবা মূল মন্ত্র  হয় ,
সর্ব  জীবে নারায়ণ  বলিলেন শিষ্যয়।
যিনি রাম তিনিই হরি ডাক তারে ভক্তি ভরি,
যিনি কৃষ্ণ ,তিনিই বিষ্ণু ,তিনিই হর ত্রিপুরারি।
যিনি হরি তিনিই হর এই মনে চিন্তা কর ,
ভবার্ণব  বন্ধন হতে তিনিই করেন পারাপার।


ব্রহ্মময়ী   তারা তুমি দেখা দাও মা আমাকে ,
শিশুর মতো ডেকেছিলেন মা ভ্ব্তারিণিকে।
যিনি কৃষ্ণ তিনিই রাম যিনি শ্যামা তিনিই শ্যাম ,
শুদ্ধ চিত্তে ডাকলে তাঁরে পূর্ণ হবে মনস্কাম।


সত্যযুগে অবতীর্ণ অবতার শ্রীহরি ,
ত্রেতাযুগে হয়েছিলেন রাম ধনুকধারী।
দাপরেতে এসেছিলেন শ্রীকৃষ্ণ অবতার  ,
কলিতে গৌরাঙ্গ রূপে কৃষ্ণ প্রেমের প্রচার।
যিনি রাম তিনিই কৃষ্ণ রামকৃষ্ণ অবতার ,
মানব দেহ ধরে করেন  মানব উদ্ধার।
নররূপ দেহ ধরে এলেন হরি মর্ত্ত্যপূরে ,
যত পাপী তাপী উদ্ধারিল পূত দর্শন করে ।


    ********************
বিকাল - ৫ :২০ মিনিট।
১৩ /০৬ /২১ রবিবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।