মন ভোমরা ঘুরে মরে ,
এ গলি ,ও গলি ,ঘুরে ঘুরে ¡
থাকেনা সে নির্দিষ্ট স্থানে ,
ঘুরে মরে এখানে ওখানে ¡
মান সম্মানের নেইকো বালাই ,
খাওয়া ,পরা,ঘুমোন ,আদর্শ এটাই ¡
আয়াস ,বিলাস ,সবার দামী ,
কি হবে  মান ,সম্মানেই ¡
গায়ে গতরে করবে না শ্রম ,
বুদ্ধি ,মাথা ,খাটেনা একদম ¡
খাওয়া ছাড়া কিছুই বোঝেনা  ,
মান সম্মান কি যায় কেনা ?
নেই সম্মান ,আছে ব্যারাম ,
খাওয়াই হল তার জীবনে মূল্যবান ¡
মানুষ জন্ম খাওয়ার তরে ,
মান সম্মান ? সে অনেক পরে ¡
মান,সম্মান ? কি হবে আরে !
ভাল -মন্দ খাব ঘুরে ঘুরে ¡
মান ,সম্মান ! কি দৃশ্য !কেমন ?
খাওয়াটাই আসল জীবন ¡
এই দুনিয়ায় বাঁচতে হলে ,
খাওয়াটাই  আসল জীবন বলে ¡


         *******
বিকেল - ৩:২৫ মিনিট ,
২০/০৩/২০১৮ মঙ্গলবার ,
ডেবরা ¡