গ্রীষ্মের দুরন্ত দুপুরে
বৃষ্টি নেমেছে আকাশ জুরে।
শুকনো মাটি ভেজা মনোরম সুগন্ধে
নেচে উঠেছে মাটির বুকের প্রাণ!
শিশিরে জমে থাকা বিন্দু বিন্দু জলকণা
প্রকৃতির রূপে বিভোর হয়ে ধরেছে গান।
তপ্ত দুপুর তপ্ত বেলা শেষে
নব লাবণ্যে আকাশ ভরেছে
কমলা রঙের বেসে।
কমলা দীঘির জলে ধনুর প্রতিচ্ছবি
অন্ধকারে ভরেছে শীতল মাটি
নতুন দিনে উঠবে জগে রবি।
ব্যস্ত শহর বিলাস বহুল ঘর
রাস্তায় জমেছে জল
ঠাণ্ডায় কাঁপে থরথর।
দিন নাই রাত নাই সর্বদা ব্যস্ত
বৃষ্টি দুঃখদায়ী কেউ না ভালোবাসতো।
গ্রাম বাংলায় বৃষ্টির আশায় বাঁধে ঘর
তোমার ছোয়ায় সবুজ ফলে তুমি সৃষ্টিধর তুমি..............