আমার ছোট্ট পুতুল সোনা
ছোট্ট দুটো হাত
মিষ্টি মিষ্টি বলত কথা
রাগলে পাড়া মাত।
খেলনা বাটির  ঘর বাঁধত
ঘরের কোনে গিয়ে
নিজের মনে বলত কথা
পুতুল  কোলে নিয়ে।
বায়না ছিল এমনি তার
যা চাই তাই চাই
শুরু হলে থামাবে কে  
কারোর  সাধ্য নাই।
আজ বিয়ের শাড়ি পড়ে
স্বপ্ন চোখে কত
স্মৃতির বোঝা রইলো পরে
মনের কোনে শত!
এক চোখেতে স্বপ্ন সাজে
অন্য চোখে জল
বাবার ঘরে আর না মা
শ্বশুর বাড়ি চল।