মৃত্যু দাড়িয়ে মোর দ্বারে
জীবনের গতিপথ মনে পড়ে বারে বারে!
ওই সেই দিন,
রাখালের বেশে সবুজ মাঠের দেশে
ক্লান্ত আমি ফিরি মায়ের কোলে দিনশেষে।
যখন যৌবন এসেছিল মোর ঘরে
মায়ার নেশায় অন্ধ হয়ে ছুটেছিলাম শহর পারে।
জীবনে লক্ষ ছিল সংসার গাড়ি বাড়ি
সংসারে কাটিয়েছি জীবন অন্তকালে নিয়েছে সব কাড়ি ।
বারে বারে ঝড় তোলে স্মৃতির ঝড়ো হওয়া
জীবন শুধু কষতে থাকে
পাওয়া না পাওয়া।
ধরনির প'রে ক্লান্ত শরীর
বিছিয়ে যবে দিই
মায়ের কোলের ছায়ায়
পরম শান্তি নিই।
স্বপ্নের দেশে সব হারিয়ে
চলি আমি একা
হিসাব নিকাশ চাইনা মাগো
শান্তিতে  দাও দেখা।


আমার আর কবি তপন দাস (তপন দা) মিলিত প্রয়াস।