একপশলা মেঘের বুকে স্বপ্ন জমছে হেমন্তে
সন্ধ্যারাতে বাকা এক ফালি চাঁদ উকি দেয়-
অন্ধকার আকাশে মনের অজান্তে।


হেটে চলেছে সে, আমি, আমরা।


ল্যাম্পপোস্টের আলোতে দেখেছিলাম
সদ্য মরিচিকার মত দেখা
লাল ঠোঁটের নিচে কালো তিল।


১৩ অগ্রহায়ণ ১৪২৩
ক্লান্ত শহরের বুকে জ্বলে উঠে
সোডিয়াম সায়ানাইড
১২ বছরের মেয়ে রস্নি ফুলহাতে ছুটে আসে,


অপেক্ষা তার.......


আশায় চেয়ে থাকে কয়েকটা টাকার জন্য
তারপর একরাশ হতাসায় ফিরে চলে।


একটা ছোট আবদার লাল ঠোটে উকি দেয়


(চলবে...)