কতদিন কোন কবিতা লিখিনি
মিটাইনি কোন প্রাণের পিয়াস।
কত দিন কোন কাব্যালয়ে
ফেলিনি কোন দীর্ঘ শ্বাস।
অথবা কোন সুখের আশায়
ফেলিনি সেথায় সুখনিঃশ্বাস।
আত্মাসম প্রাণের কবিতা,
আমি কি তোমায় ভুলে গেছি?
নাকি তুমিই আমায় ভুলে গিয়ে
নিয়েছ কেঁড়ে আমার হাসি।
নাকি চলার ঐ  ব্যস্ত সড়ক
কোন নীরব মায়াবী ঘাতক
তোমার ও পথ করেছে রুদ্ধ।
নাকি কোন শোষকের থেকে
স্বাধীনতার ঐ সূর্যটাকে
নিজের ঘরে ছিনিয়ে আনতে
অবিরত তুমি করছ যুদ্ধ।
নাকি অভিমানগুলো করছ জমা
এক সাথে দেখাবে বলে।
নাকি সুখগুলি সব ফিরিয়ে আনবে
সিংহাসন গড়া দুঃখের স্থলে।
    
বল, বল অভিমানী কাব্য
বল নীরব বিদ্রোহী কাব্য
বল কার সাথে তুমি করেছ মান?
বল কে তোমায় করেছে অপমান?
একটিবার বল শুধু
একটিবার বল সে নাম।
আমি তারে বন্দী করে
তোমার চরণে করাবো প্রণাম।