তোমার কৃপায় জন্ম হল শ্যামল বসুন্ধরায়
সার্থক যেন জন্ম আমার মরণেও হয়ে রয়।


এই যেন হয় হে দয়াময়,  এই যেন খোদা হয়।
মানুষ হতে চায় এ হৃদয়, মানুষ হতে চায়।


সুখী যেন  করতে পারি পিতা-মাতার হৃদয়,
আঘাত যেন দেয়না তাদের তোমার এ বান্দায়।
বিপদে-আপদে মানুষের  যেন পাশেতে থাকা যায়
সাধ্যমত সহযোগিতায় হাত যেন উঠে যায়।  


এই যেন হয় হে দয়াময়,  এই যেন খোদা হয়।
মানুষ হতে চায় এ হৃদয়, মানুষ হতে চায়।


প্রীতিটি মানুষের অন্তঃপুরে জায়গা যেন হয়
মরণেও যেন ভুলতে পারেনা একটি জনও আমায়।
আজকে এই  জন্মদিনে ডাকছে বান্দা তোমায়
তোমার হুকুম চিরকাল যেন পালন সাধ্য হয়।
দয়াল নবীর সুন্নত যেন প্রতি কাজে এসে যায়,
তার দেখানো পথেই যেন চলি আমি প্রতি পায়।
  
এই যেন হয় হে দয়াময়,  এই যেন খোদা হয়।
মানুষ হতে চায় এ হৃদয়, মানুষ হতে চায়।
( রচনাঃ ১৩/০৬/১৪ বিকেল, ৬ টা ২৭)


(আজ আমার জন্মদিন, বন্ধুদের  দোয়া চাই।)