মাগো তুমি কষ্টে আছো মাটির বুকের পাষাণপুরে
নীতিগুলি বন্দী আছে দুর্নীতির এক জেলের ঘরে।
আমায় তুমি হুকুম করে যুদ্ধ করে আসবো ফিরে।
শুকুন, কুকুর একইসাথে তোমায় মাগো রাখছে ঘিরে
আমায় তুমি হুকুম কর সবগুলি তা দেই তাড়ায়ে।
যেখানে যাই কুকুরের ডাক, লোভী শকুন আসন গেরে
আমায় তুমি হুকুম কর ছিনিয়ে আনি আসনটারে।
এক পশলা বৃষ্টি দেবো  তোমার পাতা আচলটারে
আমায় তুমি হুকুম কর যাব আমি মেঘের ঘরে।  
সবখানেই পাপের গুরু ন্যায়ের কথা বলবো কারে?
আমায় তুমি হুকুম কর মারবো বুলেট পাপের তরে।


হে দেশ তোমায় ডাকছি আমি মা বলে আজ মধুর স্বরে,
আমায় তুমি হুকুম কর আসবো ফিরে যুদ্ধ করে।    
(রচনাঃ ১৬/০৭/১৪, রাত ৮ টা ৩৯)