ঐ সূর্যটা দেখে কখনো কি তোর জাগতে ইচ্ছে হয়না?
কখনো কি  পৃথিবীর ঘুম ভাঙ্গতে ইচ্ছে হয়না?
তুই জাগলেই জাগবে পৃথিবী, ভাঙ্গবে তাহার ঘুম
তুই জাগলেই জাগবে কিষাণ হবে ফসলের ধুম।
শাণিত পরাণে শণ শণ করে জেগে ওঠ, জেগে ওঠ
তুই জাগলেই মা ও মাটির হাসিতে নাচবে ঠোঁট।


ঐ সূর্যটা দেখে কখনো কি তোর আলো হতে মন চায়না?
কখনো কি প্রাণের আলোতে কালো নিভাতে ইচ্ছে হয়না?
তুই আলো হলে কাটবে আঁধার, মিথ্যে হবে যে দুর
তুই আলো হলে সুখশ্রাবণে স্বপ্নরা দেবে সুর।
জ্বলতে জ্বলতে হয়ে যা সূর্য, রণতূর্য রূপেতে আলো
তুই আলো হলে হবেই নত সকল আঁধার কালো।
(রচনা; ২১/০৪/১৪ রাত ১ টা ৪৫)