হৃদয় আমার!
তুই কি কোন বলাকার নদীর তীরের অন্বেষণ ?
তুই কি চপল পাখীর কিচির মিচির আস্ফালন?
তুই কি কোন সাগর পাড়ের সারাদিনের গর্জন?
তুই কি কোন অবুঝ মাঝির ভাটিয়ালির উচ্চারণ?
তুই কি কোন মাসুম শিশুর কান্না জলের বর্ষণ?
তুই কি কোন মেঘের সাথে আরেক মেঘের ঘর্ষণ?


বলনা আমায় কি তোর নাম, কোন নামে ডাকবো তোকে?
সত্যিকারের পরিচয় সত্যিকরে দে আমাকে।
(রচনাঃ ২১/০৮/১৪ সন্ধ্যা ৭ টা ৪৯)