মরনের ডাক আসলে   সাধ্য কার আর ফিরায় তাকে
এই কথাটি যাচ্ছি ভুলে পৃথিবীর এই মায়ার ডাকে।
ও শক্তিমান, ও পালোয়ান, কতই তোমার শক্তি গায়ে
পারলে তুমি ঠেকাও তারে তোমার সকল শক্তি দিয়ে।
মিথ্যে কেন হম্বি তম্বি মারছো তুমি দুর্বলেরে
পারলে তোমার হম্বি তম্বি দেখাও তুমি আজরাইলেরে।
কিসের এত বাহাদুরি, বল তুমি কোন সম্পদের
রাখতে কি আর পারবে তারে যখন সময় শেষ বিদায়ের?
সবাইকেই তুচ্ছ ভাবো ক্ষমতার ঐ দাপট হাতে
ঐ ক্ষমতাই অক্ষমতা বিচার দিনে রেহাই পেতে।
জীবন-মালিক চাইবে হিসেব জীবনের ঐ প্রতি কাজে
কোন উপায়ে হিসেব দিবে, মুখ দেখাবে কোন সে লাজে?
চাই শুধুই চাই এই মনোভাব, বল কত আর প্রয়োজন?
কত পেলে মিটবে ক্ষুধা, মরনগাঁথা হবে স্মরণ?
(রচনাঃ ১২/১০/১৪ সকাল ১০ টা ৭)