জীবন, ও সাধের জীবন,
তুই আমাকে চালাস
নাকি আমি চালাই তোকে?
ফাঁকি দিয়ে যাবি নাকি
সাঁজের কাব্যলোকে?


ও সাধের জীবন,
চুপি চুপি কানে কানে
বলনা রে আমাকে।
তুই আমায় চালাস নাকি
আমি চালাই তোকে?


কতজনা রঙ মেখে যায়
পথের বাঁকে বাঁকে,
তুই কি আমায় রাখবি ধরে
চারকোনা এক ছকে?
তুই কি আমায় চালাস
নাকি আমি চালাই তোকে?


বছর ঘুরে বৈশাখ আসে
আবার জ্যৈষ্ঠেই আম পাকে,
তুই কি আমায় রাখবি কাঁচা
সবুজের এক ঝাঁকে?
তুই কি আমায় চালাস
নাকি আমিই চালাই তোকে?


কয়েক টুকরো মেঘ দ্যাখা যায়
আকাশের এক ফাঁকে,
সঙ্গী করে দিবি কি তা
আমার ভাগ্যটাকে?
তুই কি আমায় চালাস
নাকি আমি চালাই তোকে?


চপল এ মন ছুটে বেড়ায়
শুধুই কল্পলোকে,
কেন শুধু ব্যারিকেডে
থামাস স্বপ্নটাকে?
আমার মত পাইনা কেন
আমার আমিটাকে?
বল, তুই কি আমায় চালাস
নাকি আমি চালাই তোকে?