থাকতে তুমি  বুঝিনি "মা"  তোমার মূল্য আমি
চলে গিয়ে বুঝিয়ে দিলে তুমি কত দামী।
শত হাজার  ডেকেও আর  পাইনা আমি সাড়া
ঐ কবরে  ঘুমিয়ে আছ হয়ে  স্বজনহারা।  
দাঁত থাকতে দাঁতের মূল্য কেন বুঝলাম না?
বুকের মাঝে কষ্ট এখন বেঁধেছে সব দানা।
আমি কি আর সারা ধরায় পাব তোমায় খুঁজে
সময় থাকতে কেন আমি নেই নি তোমায় বুঝে?
মাগো আমি  অতীত কালে ফিরে যেতে চাই
ঐখানে যে আবার তোমায় পাব আমি তাই।
সময়টারে যতই বলি শোনেনা সে কথা
বলো মাগো, এখন আমি  তোমায় পাব কোথা?  
এই পৃথিবীর সকল ধ্বনি আমার কানে শুনি
"খোকা" বলে শুনিনা মা তোমার কণ্ঠধ্বনি।
একটি বার, শুধু একটি বার;  তুমি এস ফিরে
আমার এমন ভুল হবেনা আবার পরের বারে।  


(স্বরবৃত্ত ছন্দ)