ভাগ্যবান তো তাঁদের বলা যায়
যারা ভালবেসে বেছে নেই পেশা কিংবা
পেশা-ই যাদের ভালোবাসা;
আমাদের জীবন গেলো তড়িঘড়ি করে—
খানিক কাজ আর খানিক
প্রেমে থেকে মজে। 


ভালবাসা ভুলে গিয়ে কাজের চাপে
কাজটাও গুলিয়েছি  প্রেমের তাপে,
তারপর রেগেমেগে গিয়ে শেষে
ছেড়েছি দুটোই আমি মাঝপথে এসে।  


(বিখ্যাত পাকিস্তানি কবি ফায়েজ আহমেদ ফায়েজের উর্দু কবিতা ‘কুছ ইশক কিয়া কুছ কাম কিয়া’-এর বাংলা অনুবাদ।)
১৫ জুলাই ২০১৯।
সম্পাদিতঃ ১১ ফেব্রুয়ারি ২০২২।