রাত ঘুমায়নি এখনো
ঘুমাতে দেয়নি আমাকেও।
গোলমুখ চাঁদ, নিভন্ত তাঁরা
আর একমুঠো মেঘ নিয়ে
জেগে আছে আকাশ—
সমস্ত প্রকৃতির সাথে জেগে আছি আমিও।


বদ্ধ ঘর ছেড়ে নেমেছি রাস্তায়,
পকেটে কাঁড়ি কাঁড়ি গাঁজা
ঠোট ভরা বিস্ময় আর
আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট;
আমি খুঁজে বেড়াই
ঘুমন্ত নগর, ঘুমন্ত নাগরিক
এই পিচঢালা রাস্তায়।


পিতামাতা ও প্রেমিকার স্বপ্ন
ভেঙেচুরে যাচ্ছি
টানতে টানতে গাঁজা এই
নিভৃত রাস্তায়;
ভুল পথে প্রেমিক, ভুল পথে সন্তান
গাঁজার ধোঁয়ায় ভরা
ছিঁড়ে খাওয়া সম্মান।


আমি পথ ধরে হেঁটে যায়
ভুল পথ— বিদ্রোহী, মাস্তান।


মুষ্টিবদ্ধ হয়ে যায় হাত,
আমি কোঁকড়াতে থাকি;
হঠাৎ উঠে গেলো সূর্য
ঘুমিয়েছে রাত—
আমি ভয় পাই দিন।


০৮.০৬.১৭, রাত ২:৪৬।