হে কবি! মিছে কি সবই!
খারাপ খুবই কাটছে সময় যেন
জীবনের ভুভুজেলা পড়ে আছে নিচে
তবু বংশী ভেবে কেউ বাজাচ্ছেনা,
যদিও পহেলা বৈশাখ আজ।
আমি তাই মিছেমিছি ভেবে ভেবে চলি
বুড়ি হয়ে যাবো এই সামনের চৈত-এ,
এখনো ছবি হয়ে থাকতে কি হায় জন্মেছিনু!
এইতো সময় শেষ, শেষ হবে যৌবন
তার আগে ভালবেসে একটু বুকের খাঁজে
পিষে যদি না ফেলে প্রেমিক
তবে কিসের শ্রাবণ!


এই বরষায় কি লাভ তবে
যদি ভালো নাহি বাসে কেউ!


এই ঝড় যেন এক করুণ মরু
নয়তো এই রাতে
এই শোভা শীতে
আমার প্রেম করে উপেক্ষা
সে কি থাকে!


বারেবারে তারে ডেকে
বারেবারে ফিরে যেতে হয় যদি
এ জীবন মিছে, এ ভুবন মিছে
মায়া এই সংসার—
সবকিছু পুড়ে দিয়ে
সবকিছু হয়ে যাক ছারখার।


১৪ এপ্রিল ২০২২।