তোমরা আমায় গণক বানাও— বানিয়ে যাও
আর কতোকাল বানাবে ছাই, বানাও!
এই দুনিয়ার মোহ-মায়া ত্যাগ করেছি আরো আগেই—
লোভ দেখাবে, দেখাও!
কাঁচকলা-গুড় সেদ্ধ করে গরুর মতো গেলাতে চাও,
গেলাও!
ইউরিয়া আর খৈল মিশিয়ে হেইয়া মোটা বানিয়ে হাটে
বিকাতে চাও, বিকাও!
আমার পচা মাংস দিয়ে রোস্ট-কোর্মা পাকাতে চাও, পাকাও।
দেখবে কেমন সুস্বাদু আর ’পাইসি লাগে খেতে—
ঝালের চোটে জেরাতে চাও, জেরাও!
আর কি আছে পৃথিবীতে, আর কি আছে পাওয়ার?
সব পেয়েছি, সব জেনেছি— নষ্ট কুসুম মিষ্টি কেমন
কেমন করে গল্প বানাও, কেমন শখের মানুষ বানাও
কোন ছবিতে অভিনেতার চোখের দিকে তাকিয়ে থাকো
কোন সিনেমায় ভিলেন কাকে কোন ফাঁকেতে দেখাও!
এখন আমার সাধ মিটেছে, মরণ হওয়ার ভাত জুটেছে
মৃত্যু কেমন দেখতে আসার আগেই আমি দাফন হতে এলাম।
এখন আমার কবর খোঁড়ো, শ্মশানঘাটে পোড়াও
ঝুলিয়ে রাখো ক্রুশে করে, ভেলায় করে ভাসাও—
নইলে সাপের হিসসস করবো
ধ্বংস হওয়ার আগে তোমায় নিংড়ে দেব বিষ।



১৬ ডিসেম্বর, ২০২২।