এতোগুলো প্রাণ যে ঝরে গেলো এ দায় কার—
এতোগুলো জীবনের দায়ভার কে নেবে!
বিপ্লব গোগ্রাসে গিলে খায় সবাইকে— তবু
কিছুইতো পাল্টাতে পারলোনা
জনতা, প্রশাসন, রাষ্ট্র।— শুধু
কতোগুলো মানুষ অকালেই চলে গেলো;
কেউকেউ রাতারাতি হয়ে গেলো তারকা
কারোকারো কথা কেউ মনে রাখলোনা।
বিপ্লব গোগ্রাসে গিলে খেলো সবাইকে!


(স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক অস্থিরতার যে প্রেক্ষাপট তৈরি হয়েছিলো তাতে যাদের বিপ্লবের উদ্দ্যেশ্যে প্রাণ বিসর্জন দিতে হয়েছে তাদের স্মৃতির প্রতি নিবেদিত।)


১ মে ২০২১।