জন্মেনা যে ব্যক্তি তাহার কিসের আবার মৃত্যু ভয়
সোনার চামচ মুখে নিয়ে কারই বা ফ্যান ভাতের সয়,
জাত গিয়েছে জাত গেলোযে চক্কোর্তী মশাই’র হায়
হারু মুচি নরক থেকে আর কি এবার রেহাই পায়!
জোরসে বলি, হে জনগণ, শোনরে তোরা দিয়া মন
ভোট-মরার এই সিজন শেষে বান্দর পাবে ফের-এ বন,
রণপাও দিয়ে বাঁটুল-সাঁটুল মাঠেঘাটে দিচ্ছে গোল
ম্যানহোলে সব বর্জ্য-পচা, এক্ষুনি ওর ঢাকনা খোল।
পথের রাজার দেমাগ ভারি, যখন-তখন করছে আড়ি
বন্ধু আমার প্রাণভোমরা, ঢুকতে দেবে তোমার বাড়ি?
ঘাসফুল আর রক্তজবা এক উনুনে ফেলছে শ্বাস
এই সুযোগে জ্বলুক ছাইয়ে তোমার আমার শ-এর বাঁশ?
প্রস্তুতি নাও, হও হুশিয়ার জোয়ান-দামাল, বৃদ্ধ-বুড়ো
থাম্বনেইলে নগ্ন নারী— ভূধর থেকে শিকড় খুড়ো!


এই ভাবেতে ভাবনা আমার হইয়া গেলো অদ্য শেষ
সবাই চতুর-বুদ্ধিমতী, একমাত্র আমিই মেষ।


৯ ডিসেম্বর, ২০২২।