এই ফাগুন সাজেনি আগুনে এবার
ছড়ায়নি সুরভিত গন্ধ;
আমি কাজলের কালো রঙে
কোকিলের কুহু ডাকে
হলদে ফুলের মাঝে
দমকা হাওয়ায় আর ভ্রমেরর মিতালিতে
পাইনি কোনো আগ্রহ।


তাই ঘরের একটি কোণে
বালিশেতে মাথা রেখে
হালকা আলোর তাপে
অক্ষরে অক্ষরে
কলমের নিবে দিয়ে জল
রচেছি সমগ্র।


এই প্রেম কবিতায়
ভালোবাসা খাবি খায়,
সোনালী হরফে তাই
রৌদ্রতে জ্বলজ্বল
বিরহ উঠেছে ফুটে।


ফের যদি ফোটে কলি
মধু খোঁজে ওড়ে অলি,
আড়চোখে তবে তুমি
ডাকিও আমায়।


সেইদিন যন্ত্রে
সুরে আর মন্ত্রে,
হবে যে আমার বসন্ত।


১৯ ফেব্রুয়ারি ২০২২।