১.
শুনছো বসে ভজন খালি
মজছোনা এক বিন্দু প্রেমে,
সাঁইয়ের নামে ফাটিয়ে গলা
ভাঙাচ্ছো ঘুম রাত-বিরেতে।
মারছো কষে বুকে লাথি
ভীম কিংবা আলীর নামে,
মহাপ্রভুর চরণ ছুঁয়ে
দাস বেচছো চড়া দামে।


২.
এই কি খোদা মোজেজা তোর
ভোদাইগুলো ঘোরায় ছুরি,
অস্ত্র হাতে হিজড়ে-খোঁজা
নাচায় সকল পুরুষ-নারী!
আসবে কবে আর জগতে
আরেকবার হায় মোহাম্মদ,
কোন অবতার খ্রিস্ট হয়ে
ছড়াবে ওই মোহাব্বত!


৩.
সব কালোরাত সূর্য দ্যাখে
হারায় যা তা ফিরেও আসে,
সব যাযাবর জীবদ্দশায়
ঘরের ঠিকই মালিক বনে।
তবে আমার চিন্তা কিসের
করবো কেন দুঃখ,
সুখের আশায় নষ্ট হতে
দেবোনা এ মুহুর্ত।


৪.
হে ভগবান, পথটি দেখা
বক্র হোক বা সরলরেখা,
শুরু যখন হয়েই গেছে
শেষ অব্ধি থাকতে শেখা।
মধ্যপথে পালিয়ে গেলে
পুছবেনা কেউ ধরাধামে,
যোদ্ধা হলে বীরের মতো
বুক ফুলিয়ে লড়তে হবে।


২৩ জুন, ২০২২।