জীবন নামক শস্যক্ষেত্রে
এমন খেলাম ধরা,
ঘরের ভেতর বৃষ্টি হচ্ছে
বাইরে পুরোই খরা।


বীজ বুনেছি পটল-আলুর
খেত ভরেছে ঘাসে,
হাঁসুই নিয়ে কেউ আসেনি
ভর চৈত্রের মাসে।


আনতে গিয়ে নিজেই কাঁচি
তকমা হলো চামার,
মিললোনা সে বস্তু তাতেও
ঘুমোচ্ছে যে কামার!


দাঁত কামড়ে বসেই আছি
খিল ধরেছে পেটে,
ক্ষিধের গুঁতোয় নাট-বল্টু
পুরোই গেছে ঘেঁটে।


এ না করে খড়-কুটোতে
পেটটা যেতো ভরা,
এখন আমার হালাৎ যেন
জীবন্ত এক মরা!


এই দুঃখেতে চোখটা গেলো
বানের জলে ভেসে,
একটি ফোঁটাও অশ্রু তবু
পড়লোনা সে ক্লেশে।


২৫ মে ২০২২।