কারো মুখে ফুটেছে হাসি
তো কারো মুখ কালো,
জগতের নিয়মই এই
কারো যদি লাভ হয়,
ক্ষতি হবে কারো।
নদী ভেঙে এপারে
গড়ে ফের ওপারে,
কেউ যদি কেনে তবে
কারো হবে বেচা।
একই হাসপাতালে
কেউ নেই জন্ম
কেউ যায় মারা,
পেতে যদি হয় কিছু
কিছু লাগে দেয়া।
দেয়া-নেয়া সার এই
দু'দিনের সংসার,
দিনশেষে লাভ-ক্ষতি
শূন্যতে ঠ্যাকবার।
তাও যদু ঋণ নেই
মধু করে ব্যাবসা,
লালসায় চদুদের
চোখ হয় ঝাপসা।
ব্যাপার তো কিছু নয়
স্রেফ টিকে থাকা,
এর থেকে বেশি কিছু
মরলেই ফাঁকা।
দুনিয়াটা পুরোটাই
জিরো সাম গেম,
যুদ্ধের উদ্যোমে
বঞ্চিত প্রেম।
তাই থোড়া থোড়া করে
পুরো দিতে শিখি,
আজ বাদে কাল যাবে
সবকিছু বিকি।


৪ জুন ২০২২।