পুতুল আমার রঙ্গের পুতুল
মাটির দেহে গড়া,
চাবি দিলে ঘোরে পুতুল
নইলে পুতুল মরা।


মায়ায় ভরা চোখ দু'টো তাঁর
কাজল কালো আঁখি,
পুতুল সোনা রাগ করলে
ডাকি তখন পাখি।


পুতুলসোনা রাগলে তোমায়
লাগে ভীষণ ভালো,
তুমি পুতুল মনের ঘরে
পূর্ণ চান্দের আলো।


৮/১০/২০১৮ সময় সকাল ১১:১১