ওই চোখ দু'টো নিশাচর মনে হয়
যেন এখানেই অনন্তকালের বিজয়
আলোর প্রতিচ্ছবি যেন অন্ধকারে
বিজয়ী নিশান এনেছো দ্বারে
টিপটপ শিশিরজল গাছের পাতার ফাঁকে
কুয়াশায় ঢাকা চাঁদ তবু ইশারায় ডাকে
রক্ত রাঙ্গা চক্ষুঃ যুগল কণ্ঠে বিদ্রোহী সুর
অধরা স্বপ্নগুলো ভেঙ্গে হয় চুড়
প্রণয় থমকে যায় রক্তে বিদ্রোহী গর্জন
তুমি বাংলার বীর তুমি সুদর্শন
তোমাতেই বাংলার জন্ম, আজ নয়তো কাল
তুমি সেই, তুমি বাংলার দামাল।


২০/১২/২০১৮ সময় দুপুর ২:১৮