বন্দী পরী
---ডলি পারভীন


ছোট্ট পরী মিষ্টি ভীষণ
আকাশ ছুঁতে চায়,
মাঝে মাঝে কল্প পাখায়
উড়তে সে যে পায়।


রঙধনুটা সাজায় সে যে
হরেক রঙের মেলা,
সন্ধ্যাকাশে রক্ত রাঙা
সাদা মেঘের ভেলা।


স্বপ্নগুলো আকাশ মাঝে
নানান রঙে আঁকে,
চন্দ্র মামার ছবি আঁকে
কালো মেঘের ফাঁকে।


রাত্রি আকাশ জ্যোৎস্না ছড়ায়
এলোমেলো যখন মন,
পরী মনি স্বপ্নে বিভোর
ক্যামনে কাটায় ক্ষণ?


আনচান মন যায়না বাঁধা
ইট পাথরের ঘরে,
গল্প কথার রাক্ষসী এক
বেঁধে নিলো ওরে।


কায়দা করেই কাটল ডানা
ভাঙল সাধের আশ,
ইট পাথরেই বন্দি জীবন
কাটল বারোমাস।


১৭/৮/২০১৮ সময় রাত ১২ :৫০