চাঁদের বুকে চন্দ্রবিন্দু
ছিল, আছে, থাকবে জনম ভরে,
মানুষ তবে কুমন্ত্রণায় কেন
তাদের আলাদা করে?


বিন্দু ছাড়া চন্দ্র যে
অর্ধ খানি আলো,
চন্দ্র ছাড়া বিন্দু কি
থাকতে পারে ভালো?


মানুষ তবে কিসের আশায়
আলাদা ভাবে তাদের?
চন্দ্রবিন্দু ছাড়া কি
নাম লেখা যায় চাঁদের?


মানুষ তারা করবে ভুল
এটাই তাদের স্বভাব,
চন্দ্র ছাড়া বিন্দুর যে  
ভালোবাসার অভাব।


মূর্খ তারা বোঝে না তাই
ভালোবাসার মানে,
বিন্দু কেমন ভালোবাসে
চন্দ্র তা জানে।