হিমু : কি হলো?  কথা বলছ না যে? রাগ করেছ?
রূপা :নাহ্! রাগ কিসের।রূপারা সারা জীবন হিমুদের অপেক্ষায় থাকে।
হিমু :আমি তো বাঁধনহারা,
কি দিয়ে বাঁধবে আমায়।
রূপা :আমার ভালোবাসায় জোর আছে ষোল আনা, বাঁধব তোমায় আমার মনের
কোণায় কোণায়।
হিমু :যদি কখনো ভুল করে ফেলি সেদিনও কি এমনি করেই ভালোবাসবে?
রূপা :জনম জনম ধরে, রাখব তোমায় এবুকের মাঝারে।
হিমু :আচ্ছা, একটা কথা বলবে?
রূপা : বল, সংকোচ কিসের?
হিমু :কি আছে আমার মাঝে? কিচ্ছু নেই তবু কেন ভালোবাসো আমায়?
রূপা :হিমুদের কিছু থাকা লাগে না
হিমুদের আছে মায়া, আছে মমতা।
হিমু : তুমি সহজসরল ভালো মানুষ তাই সবকিছুতে ভালো খোঁজো, আমি ক্লান্ত পথিক বারবার তোমার প্রেমে মাতাল হই।