সকালে থলে হাতে বাজারে
সবকিছু কেনা যখন হলো বেশ,
পেঁয়াজ কিনতে গিয়ে
পকেটে হাত দিতেই টাকা শেষ।


পেঁয়াজ কেটে কেঁদেছি কত
এখনো কাঁদি কিনতে,
পেঁয়াজ যে এত ঝাঁজের
পেরেছে কি আজ চিনতে?


বাঙালির মুখের স্বাদ
পেঁয়াজের ভুনা তরকারি,
একটুখানি কম হলে
স্বাদ হয়ে যায় সরকারি।


সুযোগে একদল ব্যবসায়ী
ব্যবসাকে করে নেবে চাঙ্গা,
দাম পড়ে গেলে কার আগে কে নেবে
বেধে যাবে শেষে দাঙ্গা।


আড়ৎ ভরতি পেঁয়াজের বস্তায়
মুখ চাপা গরমে পঁচে গেছে,
এত ব্যবসা এত স্বাদের পেঁয়াজ
বুড়িগঙ্গায় গেলো অবশেষে।


১৬/১১/২০১৯ সময় রাত ৯:১৫