আমি রাতের কোলে তোমাকে রাখি,
চাঁদ রাখি তোমার কপালে।
আমি তিলক আঁকি অধরা ঠোঁটে,
চুম্বন মাখি তোমার নোলকে।


আমি আখি পল্লবীকে বলি
নির্ঘুম কাটাতে, সুপ্ত নিশি রজনী,
প্রেম কবরী বাঁধবো খোঁপায়,
ওগো প্রাণ-স্বজনী।


নিশি জাগরণে অন্বেষণ করি,
আকুলে বাঁধিয়াছি মন,
কৃষ্ণকণ্ঠ মধু সুরে ডাকি
তুমি মহুয়া কুসম বন।


আহা! মরি মরি কি সুর বাজে
তোমার নূপুর ছন্দে,
আমি দিশেহারা, মন মাতোয়ারা,
বুঝিনা কি ভালো মন্দে।


এরেই লোকে প্রেম বলে সখি,
আমি বলি তারে জ্বালা,
আসিও সখি নিকুঞ্জবনে
পরাবো ফুলের মালা।


১২/৮/২০১৮ সময় ৩:২০