হোকনা যতই মলিন মুখ
তবু তুমি সুন্দর,
নেশায় ঘোর লাগে চোখে
কেঁপে যায় অন্তর।


তুমি আমার কাব্যের ভাষা
তুমি আমার কবিতা,
চক্ষু ছলছল যখনি দেখি
মায়াবী ওই ছবিটা।


দুষ্টুমি ঐ চঞ্চল আখিতে
আনমনে দেখি তারে,
বড় অবেলায় এলে পথিক
এলে মোর দ্বারে।


তারার পাশে চাঁদটা যেমন
ঝিল মিলিয়ে হাসে,
তেমনি করেই থেকো তুমি
থেকো আমার পাশে।


আধার ঘরে জোনাক যেমন
থেকে থেকে জ্বলে,
তেমনি করেই বাসবো ভালো
মিষ্টি হাসির ছলে।


১৬/২/২০১৯ সময় ৫:১৯