ভালোবাসার সুখ অনুভূতিতে নয় ;
ভালোবাসার অত্যাচারেই ধুঁকে ধুঁকে মরণ হবে তোমার,
তুমি আজও জানো না কিসের সন্ধানে তুমি আছো,
তোমার চারিধারে অথৈ জল তবু তুমি তৃষ্ণার্ত, তবে কিসের পিপাসিত তুমি?
বর্ষা এসেছিল,
অঝোরে ঝরেছে রুমঝুম ছন্দে,
সেদিনও তোমার তৃষ্ণা মিটেনি,
যৌবনা চাঁদ ছিল আকাশে জ্যোৎস্নাময় ছিল সে রাত,
কত প্রেমিক চাঁদের আলোতে প্রিয়ার কপলে এঁকেছে চন্দ্র চুমু,
সে কথা তো কেবল ঈশ্বর জানেন।
তবু তোমার মন ভিজলো না কবি,
বলো কবি বলো কি সুধার তৃষ্ণার্ত তুমি?


১৬/৮/২০১৮ সময় ৯:০৯