তোমার চাওয়া ছিল, একটুকরো আকাশ, কিছুটা নীল আর খানিকটা সাদা মেঘ,
অথচ, আমার আছে এক সাগর নোনাজল, একটা পাহাড়, অস্পষ্ট কিছু শব্দ।


তুমি চাইলে রঙিন দিন, সোনালী সকাল, ভেজা চুলের ঘ্রাণ, আলতো ছোঁয়া,
অথচ, আমার আছে রক্তিম সন্ধ্যা, অন্ধকার রাত্রি, ঝিঁঝিঁপোকার ডাক, কয়েকটা জোনাকি।


তুমি বললে একমুঠ স্বপ্ন দিতে, কপালে নীল টিপ, চোখে কাজল আর দখিনা বাতাসে আঁচল।
অথচ, আমার দীর্ঘশ্বাসের অনলে চাপা পড়ে যায় আগামীর গোলকধাঁধার জীবনটা।


৮/২/২০১৯ সময় সন্ধ্যা ৭:১৯