বলেছিলাম শুকতারাটিরে আগে
কাঞ্চন রায়
(30/03/2020)


সেদিন শুকতারাটা, চাঁদের গায়ে
ঘেসাঘেসি করছিল বড়
আমি বলেছিলাম-- ওর তো সবটা আকাশ
তুই কেন হাত বাড়ালি মিছে।
আহা খুব লেগেছিল বুঝি মনে
এতটুকু মুখে ছল ছল নয়নে
চেয়েছিল,
তবু বুঝি এ দুখঃ, তার সয়ে যেত কিছুক্ষণে!!
তখন পূর্ণিমা আসতে বাকি আরো কিছু
শুকতারাটিরও বাহার এসেছে
কিছু দিন হল
কিছু গোপন চুক্তি হয়ে ছিল বুঝি
দুটি অবুঝ হৃদয় জুড়ে।
তার পর অনেক দিন গেল
এখন আকাশের গায়ে
অন্য গল্প চলে--
দিন দু'য়েক হল চাঁদ সূর্যের বাগদত্তা।
ঝলমলে জোৎস্নাঝরা রাতে
রূপালী সে রূপ আর যায় নাকো ধরা
আকাশে ছিঁচকে গ্রহ নক্ষত্রের গুঞ্জন,
শুধু শুখতারাটিই আজ বড়ই ফ্যাকাশে!!