যদি বাড়ায় হাত
               রাজিয়া  রিয়া  


কনকনে ঠাণ্ডায়  -
শীতের আভাস জেকে  বসেছে
সূর্য্য  মামা দেয় না দেখা মেঘের আড়ালে মুখ লুকিয়ে।।


পথ শিশু বৃদ্ধ ,বুড়ি  কাঁপছে দেখো বস্ত্রবিহীন !
তাদের কথা ভেবেছি আনমনে,
কেমন করে শীত কাটাবে?


আমার যেটুক সাধ্য ছিল
দান করে ছি প্রাণ ভরে।।
নীগৃহস্ত  সর্বহারা কঠিন শীতে মরবে তারা,,,
  যদি না বাড়াও হাত।।


সহস্র দান করলে
মাঘের শীতে হবে না কুপোকাত।।
ওদের মুখে হাসি ফুটিলে সেটাই আশীর্বাদ।।