ক্ষনিক বাদেই সব-ই অতীত আবার,
হারিয়ে যাওয়া, হাজার স্মৃতির ভিড়ে।
ওপার থেকে ভেসে আসে ডাক যাবার,
মুহূর্তরা চতুর্দিকে ঘিরে।
উপচে পরে সকাল থেকে রাত,
জ্যোৎস্না-ভোরের আকাশ হারায় নীল।
কেউ ছুঁড়ে দেয় দু-এক মুঠো ভাত
খুঁজে বেড়াই, ঠোঁটের পাশের তিল।


ক্ষনিক বাদেই সবই অতীত আবার,
যাবেই মুছে, চিহ্ন থেকে চিহ্ন।
আমিও শিকার ভীষণ হিংস্র থাবার,
তোমার আমার সবার স্পর্শ ভিন্ন।
আকাশ যখন হঠৎ মেঘে ঢাকে,
যখন, অসময়ে খুব বৃষ্টি নামে ।
আর শোনা যায়, দূর থেকে কেউ ডাকে,
রাস্তা হারাই ডাইনে নাকি বামে ।


ক্ষনিক বাদেই সব-ই অতীত আবার
রহস্যেরা ঘনিয়ে এল বুঝি।
আর কিছু নেই কোথাও ফিরে পাবার,
সবটা জেনেও তবুও মিছেই খুঁজি।
দিনের শেষে সূর্য্য যেমন লাল,
শেষের বেলায় আমায় রাঙিয়ে নাও।
ঐ যে জাহাজ তুলে দিয়েছে পাল,
আর দেরি নয়, বন্ধু বিদায় দাও।