তুমি মেঘের রানী
ইচ্ছে হলেই
বৃষ্টি নামাও রোজ,
আমি তৃষ্ণ চাতক
হাজার খুঁজেও
পাইনা জলের খোঁজ।


তুমি দোলের দিনে
রঙ লাগালে
রাঙা আবির হাতে,
আমি ব্যর্থ প্রেমিক
ঘুম আসেনা
নিকষ কালো রাতে।


তুমি প্রজাপতির
ডানায় আঁকা
রঙিন আলপনা,
আমি এক অল্প কবির
গল্প কথার
অলীক কল্পনা।


তুমি পাহাড় চূড়ায়
প্রভাত আলোর
সপ্তরঙের খেলা,
আমি দিনের শেষে
ক্লান্ত পায়ে
পথ হারিয়ে ফেলা।


তুমি পূর্ণিমা চাঁদ
হাত বাড়িয়ে
সাধ্য কি যে ধরি!
আমি গভীর স্রোতে
হারিয়ে যাওয়া
ডুবন্ত এক তরী।