ছন্দরীতি:-মাত্রাবৃত্ত


আঁখিজলে মনে পড়ে
শুধু তোর কথা,
আনমনে বসে ভাবি
আমি যথাতথা!


স্মৃতিগুলো ভাসে দেখি
নভ জুড়ে আজ,
সুখহীন হয়ে বাঁচি
দেহে নেই সাজ।


একা একা লাগে খুব
মন বলে তাই,
দিনে-রাতে কেঁদে মরি
তোর দেখা নাই!


দুটি পায়ে হেঁটে হেঁটে
পথ চলি বহু,
ব্যথা বাড়ে বুকে শুধু
মুখে ওঠে লহু!


সরে আছো বহুদূরে
মোরে করে একা,
তোর কথা ভেবে ভেবে
এ-গল্প লেখা।