নীল আকাশে চেয়ে দেখি
কালো মেঘের ভেলা,
ভোর-বাতাসে গাছের শাখায়
পাতা করে খেলা।


বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
ভিজে ধরার-মাটি,
বারান্দাতে শুয়ে আছি
মেলে শীতল-পাটি।


নদীর জলে পুঁটিমাছে
আমোদ করে সবে,
দৃষ্টি রেখে দূরে বসে
সবি দ্যাখে রবে!


গাঁয়ের লোকে ঝিলের জলে
ধরে কত মাছ,
তাই না দেখে আপন মনে
খুকি করে নাচ!


বৃষ্টিশেষে নীরব আকাশ
চেয়ে দেখি ভালো,
চারিদিকে সূর্য-মামা
ছড়ায় তারি আলো।


রচনাকাল
১৫ আশ্বিন ১৪২৬
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯, সময় ৯:৪৪